• Saturday, July 27, 2024

শিবগঞ্জে গম চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ ॥ গম বীজ বিতরণ

  • Nov 04, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গম উৎপাদন ও বীজ সংরক্ষণের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ.এফ.এ.সি.আই এক্সটেনশন প্রোজেক্ট এর অর্থায়নে এবং বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের সহযোগিতা প্রশিক্ষণে অংশগ্রহণ করে শিবগঞ্জ উপজেলার ২৫জন গম চাষী। প্রশিক্ষণ শেষে চাষীদের মাঝে ১২ কেজি করে বিভিন্ন জাতের গমের বীজ বিতরণ করা হয়।

রবিবার সকালে উপজেলার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভা কক্ষে প্রশিক্ষণ কর্মশালায় শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস.এম
আমিনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণ
কাউন্সিলের পরিচালক শেখ বখতিয়ার।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী আলঞ্চলিক গম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইলিয়াস হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো সিদ্দিকুন নবী ও চাঁপাইনবাবগঞ্জ কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. মো সাইফুল আলম।